শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভিক্ষা নিষিদ্ধ হায়দরাবাদে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের হায়দরাবাদ শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের আগমন উপলক্ষে জনসমক্ষে ভিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে ইভাঙ্কা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরো কিছু নেতার সঙ্গে তিন দিনব্যাপী একটি গেøাবাল এন্টারপ্রেনারশিপ সম্মেলনে যোগ দিতে হায়দরাবাদ আসবেন বলে জানা গেছে। এ কারণে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত শহরে ভিক্ষা নিষিদ্ধ করা হয়েছে এবং এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল অথবা জরিমানার মুখোমুখি হতে হবে। হায়দরাবাদ পুলিশের কমিশনার এম মহেন্দার রেড্ডি এ সপ্তাহে একটি আদেশ জারি করেছেন বলে জানা গেছে, আদেশটিতে রাস্তা থেকে সব ভিক্ষুককে সরিয়ে নিতে বলা হয়েছে। কারণ, তারা উপদ্রব করে, মুক্তভাবে চলাফেরায় বাধা দেয় এবং যানবাহন ও পথচারীদের জন্য বিপজ্জনক। গত শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এটি শহরের ‘নিয়মিত ভিক্ষাবিরোধী প্রচেষ্টার’ অংশ এবং এর সঙ্গে ইভাঙ্কার সফরের কোনো সম্পর্ক নেই। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন