স্টাফ রিপোর্টার : ঢাকায় ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। একই সঙ্গে তাকে হত্যা করা হয়েছে দাবি করে এ ঘটনায় জড়িতদের বিচার চেয়েছে বাংলাদেশের প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়।
এ সময় আয়োজক সংগঠন প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, মহাসচিব এ বি সিদ্দিক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থী ও বাংলাদেশ কর্মরত ফিলিস্তিনের নাগরিকরাও এ অনুষ্ঠানে অংশ নেন।
মানববন্ধনে জানানো হয়, ইয়াসির আরাফাতকে ¯েøা পয়জনে হত্যা করা হয়েছে। তাই আন্তর্জাতিক আদালতে এ হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়েছেন তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন