সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

| প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে যুবলীগের পাল্টা ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ পন্থি যুবলীগ এ আয়োজন করে। গত ১১ নভেম্বর একই স্থানে বর্তমান সংসদ সদস্য এম এ মালেক পন্থি যুবলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। গতকাল সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ পন্থি যুবলীগ বিকেলে ৯০ পাউন্ড কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সূচনা করে। আলোচনা সভা উপলক্ষে নেতাকর্মীদের শ্লোগানে ও মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে উঠে ধামরাই পৌরশহর। উপজেলার ১৬ ইউনিয়নের ওয়ার্ড ও পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতাকর্মী আলোচনা সভায় যোগ দিলে মাঠ পরিপূর্ণ হয়ে যায়। পৌর যুবলীগ সাধারন সম্পাদক মো. সানাউল হক সুজনের সভাপতিত্বে পৌর এলাকার ঐতিহাসিক যাত্রাবাড়ি মাঠে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দল ক্ষমতায় তবু বড় কষ্টে আছি। ধামরাই উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের বিরুদ্ধে মামলা করাসহ হত্যা করতে আওয়ামী লীগেরই একটি গ্রুপ ৫টি মাইক্রোবাসযোগে তার বাড়িতে হামলা চালায়। অপরদিকে যাদবপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিজনকে হাত-পা গুঁড়িয়ে ও উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ছাড়া ওই গ্রুপ উপজেলার বিভিন্ন স্থানে জমি, ঘরবাড়ি ও দোকানপাট জবরদখল করে সরকারের মর্যাদা ক্ষুন্ন করছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জেলা আ.লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহিন ,যুগ্ম সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌর আ.লীগের সভাপতি ও মেয়র¡ গোলাম কবির মোল্লা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মাসুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান সোহরাব, আওয়ামী লীগ নেতা বেনজীর আহাম্মেদ মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা হারুন অর রশীদ রোকন ও মো. কামরুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন