ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর সোনাগাজী পৌর নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী। রোববার সকাল ৯টার দিকে জামাল সেন্টু সোনাগাজী কলেজ রোড এলাকায় তার নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ উত্থাপন করেন প্রার্থী জামাল উদ্দিন সেন্টু ৷সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বহিরাগত লোকদের দিয়ে কেন্দ্র দখল এবং বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টরকে বের করে দেওয়া ও ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভয়ভীতি দেখানো ও ৯টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রে অস্ত্র মহড়ার অভিযোগ এনে ভোট বাতিল করে পুনরায় নির্বাচন করার দাবি জানিয়েছে বিএনপি দলীয় প্রার্থী জামাল উদ্দিন সেন্টু ৷ তিনি আরো জানান, এসব অপ্রীতিকর পরিস্থিতিতেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। যা দেখে আমরা হতভম্ব।প্রার্থী সেন্টু জানান, ভোট শুরু হওয়ার আগেই বহিরাগত সন্ত্রাসীরা সব ভোট দিয়ে ফেলেছে৷ তাই আমরা চাই এ ভোট বাতিল করা হোক ৷সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি জয়নুল বাবলু ও পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন গঠন, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন দোলন, পৌর বিএনপির সভাপতি ভিপি আবুল মোবারক দুলালসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন