শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলায় নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১১:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের নর্দান ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফের এক বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে অঙ্গরাজ্যটির র‍্যাঞ্চো টেহামা শহরের বিভিন্ন এলাকায় ওই হামলা চালানো হয়। হামলার শিকার হয় একটি স্কুলের শিক্ষার্থীরাও।
আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
র‍্যাঞ্চো টেহামা অঞ্চলের পুলিশ কর্মকর্তা ফিল জনস্টোন জানান, টেহামার বিভিন্ন এলাকায় গুলি চালায় ওই হামলাকারী। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। হামলাকারীর সঙ্গে তিনটি বন্দুক ছিল।
হামলায় আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই স্কুল শিক্ষার্থী ও বেশ কয়েকটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম রেডিং রেকর্ড সার্চলাইট।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০০ সদস্য ঘটনা তদন্তে নেমেছেন। জোরদার করা হয়েছে শহরের নিরাপত্তাব্যবস্থা। তবে এখন পর্যন্ত হামলার পেছনের উদ্দেশ্য জানা যায়নি। গণমাধ্যমগুলোর কাছে হামলাকারীর পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন