বরগুনা জেলা সংবাদদাতা : বরগুনায় মামলার হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণেই আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হয়েছে নলটোনা ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মো. সফিকুজ্জামান মাহফুজের সমর্থকরা। হামলায় রুহুল আমিন খা নামের একজন আহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ওই ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবিরের ভাই পান্না, ভাইয়ের ছেলে মিজান, হাসান, সোহাগসহ ১০/১২ জন এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে নলটোনা ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. সফিকুজ্জামান মাহফুজসহ তার ৮০জন কর্মী নিয়ে আদালতে হাজিরা দিতে আসেন। খবর পেয়ে ১০টার দিকে আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবিরের ভাই পান্নার নেতৃত্বে ১০/১২ জন বখাটে আদালত প্রাঙ্গণেই বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় রুহুল আমিন খা আহত হয়েছেন। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন