শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ১৭ বছরের কারাদন্ড

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে সুরুজকে অস্ত্র আইনের ১৯ এর ‘এ’ এবং ‘এফ’ এই দুইটি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনছুর মিয়া এই রায় ঘোষণা করেন। আসামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ ২০১৬ সনের ৪ আগস্ট টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর উপজেলার নন্দনপুর খাশসূতি পাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বাড়িতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তিনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ডিবি পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। পরে পরদিন ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান টিটু বাদি হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান এই মামলা তদন্ত করেন। তদন্ত শেষে তিনি আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। এই মামলায় সর্বমোট আট জন স্বাক্ষী স্বাক্ষ্যপ্রদান করেন। আসামী সাইফুল ইসলাম ওরফে সুরুজ ২০১৬ সনের ৬ অক্টোবর জামিনে মুক্তি পেয়ে তারপর থেকে আদালতে আর হাজির হয়নি। পরে তার অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন এডভোকেট নুরুল ইসলম। আসামী পক্ষে একেএম শামীমুল আক্তার শামীম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন