কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে পৌর নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার।
আজ রোববার দুপুরে নাঙ্গলকোট পৌর এলাকার বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
শনিবার রাত থেকে বিভিন্ন পাড়া মহল্লায় হুমকি, রোববার কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন জাহাঙ্গীর আলম মজুমদার। এছাড়াও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ারও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আফসার নয়ন ও পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন জসিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন