চট্টগ্রাম ব্যুরো : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর সহকর্মী এবং গণ-পরিষদ সদস্য এডভোকেট খায়ের উদ্দীন আহম্মদের ২৮তম মৃত্যু বার্ষিকী আজ (শুক্রবার)। এ উপলক্ষে আজ বাদ মাগরিব মরহুমের খুলশিস্থ বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও মরহুমের গ্রামের বাড়ি ফেনী জেলার ফাজিলপুর সাতবাড়িয়ায় অনুরূপ কর্মসূচি রয়েছে। তিনি বঙ্গবন্ধুর নেতত্বে ১৯৭০ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে নোয়াখালী-৩ (বর্তমান ফেনী-২) আসন থেকে নির্বাচিত হন এবং ১৯৭২ সালে এমসিএ নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট ম্যানেজম্যান্ট বোর্ডের সদস্য নিযুক্ত হন। খায়ের উদ্দিন ছিলেন ফেনী জজ কোর্টের প্রথম পাবলিক প্রসিকিউটর এবং আমৃত্যু উক্ত পদে দায়িত্ব পালন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন