শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ২:৪৫ পিএম

রাজধানীর মিরপুরের ১২ নম্বর সেকশনের চৌরঙ্গী মোড় বাস স্ট্যান্ডের পাশে সড়ক অবরোধ করেছেন ‘ট্রাস্ট ট্রাউজার্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শুক্রবার সকাল ৯টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। বেলা ১১টা পর্যন্ত শ্রমিকরা সড়কে ছিল বলে জানা গেছে।
শ্রমিকরা জানান, অন্যদিনের মতো শুক্রবার সকাল ৮টায় কর্মস্থলে গিয়ে প্রতিষ্ঠানটির শ্রমিকরা দেখতে পান গেটে তালা ঝুলছে। এর পরপরই ‘একতাবদ্ধ’ হয়ে সড়ক অবরোধ করেন তারা।
পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রোখসানা আক্তার রুমা শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে পল্লবী থানার ইন্সপেক্টর অপারেশন শাহ আলম জানান, পুলিশ তাদের মূল সড়কের মাঝখান থেকে একপাশে সরিয়ে দিয়েছে। সমঝোতার মাধ্যমে তাদের তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন