বগুড়া ব্যুরো : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যাান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গতকাল (শুক্রবার) বাদ জুম্মা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এক দোয়া মাহফিলের মাধ্যমে জেলা বিএনপির ১৪ দিনের কর্মসুচির সুচনা হল । দোয়া মহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সেক্রেটারি জয়নাল আবেদীন চান, মেয়র এ্যাড: মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানা, ফজলুল বারী বেলাল, আব্দুর রহমান, ডাঃ আজফারুল হাবীব রোজ, শাহ মেহেদী হাসান হিমু, মাহমুদ শরীফ মিঠু, এ্যা: মাহাবুবুল আলম শাহীন, কৃষকদল নেতা চাষী রফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা সাইদুল কবীর, লিটন শেখ বাঘা, মাহাবুব হাসান লিমন, সাইফুল ইসলাম রনি, ছাত্র নেতা হাসানুজ্জামান পলাশ প্রমুখ। মিলাদ শেষে মসজিদের খতিব খতিব মাওলানা আব্দুল কাদের তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা সেই সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোওয়া এবং শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন