বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

গুলিস্তানে মাদ্রাসায় শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ৬:২৮ পিএম | আপডেট : ৬:৪৫ পিএম, ২০ নভেম্বর, ২০১৭

রাজধানীর গুলিস্তানের একটি মাদ্রাসা থেকে আব্দুর রহমান জিদান (১১) নামে এক ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে ওই এলাকার মদিনাতুল উলুম হাফিজিয়া নামে একটি মাদ্রাসা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। জিদান ওই মাদ্রাসার হাফিজি বিভাগের ছাত্র এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাফিজ উদ্দিনের ছেলে। ঘটনার পর মাদ্রাসা থেকে পালিয়ে গেছে নিহতের সহপাঠী আবু বকর (১৬)। পল্টন থানার এসআই রেজাউল আলম জানান, ভোরে মাদ্রাসার শিক্ষকদের খবরের ভিত্তিতে ওই ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মাদ্রাসার ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রেখে গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। পল্টন থানার ওসি মো. মাহামুদুল হক ছাত্র-শিক্ষকদের বরাত দিয়ে জানান, আবু বক্কর ও জিদান মধ্যে কিছু বিষয় নিয়ে দ্বন্ধ চলছিলো। শিক্ষকরা সেটার মীমাংসা করে দেন। কিন্তু মীমাংসায় আবু বক্কর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ঘুমন্ত অবস্থায় জিদানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পলাতক ছাত্র আবু বক্করকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তাকে গ্রেফতারের পরে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন