বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু সাইফুল বাহিনীর প্রধানসহ ২ দস্যু নিহত, র‌্যাবের দুই সদস্য আহত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১:৫১ পিএম | আপডেট : ৩:০৮ পিএম, ২১ নভেম্বর, ২০১৭

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ার চরের চতলারঘাট এলাকায় র‌্যাব-১১-এর সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল বাহিনীর প্রধান ডাকাত সর্দার সাইফুল (৩২) ও তার সেকেন্ড-ইন-কমান্ড শফিক (৩০) সহ দুই দস্যু নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এএসআই মফিজুল ও কনস্টেবল মাহফুজ আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার জসিমউদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার সাইফুল ও তার সেকেন্ড-ইন-কমান্ড শফিকের বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নের। সাইফুল বাহিনীর প্রধান সাইফুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ দস্যু। তার বিরুদ্ধে হত্যা ডাকাতি অস্ত্রসহ ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থলের পাশে দস্যুদের আস্তানা থেকে ১টি বিদেশি পিস্তল, ১পি দুই নলা বন্দুক, ৪টি ১ নলা বন্দুকসহ ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৭টি মোবাইল ফোন ও নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার রাতে সাইফুল বাহিনীর প্রধান ডাকাত সর্দার সাইফুল ও তার সেকেন্ড-ইন-কমান্ড শফিক সহ কয়েকজন দস্যু উপজেলার বয়ারচরের চতলারঘাটে অবস্থান করছে গোপন সূত্রে এ খবর পায় র‌্যাব। র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার জসিমউদ্দিন চৌধুরী নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় দস্যু বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে সাইফুল ও শফিক ঘটনাস্থলে মারা যায়। অন্যরা পালিয়ে যায়। অভিযানের সময় র‌্যাবের এএসআই মফিজুল ও কনস্টেবল মাহফুজ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন