শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৩৭

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মঙ্গলবার সকালে ৩৭ বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ী বরিশাল, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল সংখ্যক নারী-শিশু ও পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সাদিপুর ও দৌলতপুর সীমাšেত অভিযান চালিয়ে ১১ নারী, ১৯ পুরুষ ও ৭ শিশুকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লী শহরে বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন