খুলনা ব্যুরো : খুলনায় ট্রেনে কাটা পড়ে শাহিন খান (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। খুলনা নগরীর দৌলতপুর বাজার রেল ক্রসিংয়ে গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শাহিন নগরীর আঞ্জুমান রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। দৌলতপুর থানার এএসআই মেহেদী হাসান জানান, শাহিন রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া কপোতাক্ষ মেইল ট্রেনে কাটা পড়ে নিহত হন। শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। জিআরপি থানার এসআই গোবিন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন