শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ প্রদান ও শপথ পড়াতে পারবেন- আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ২:৫৭ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি- ‘বিচারপতি নিয়োগ ও শপথ’ পড়াতে পারবেন।
বৃহস্পতিবার সকালে বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারপতিদের নিয়োগ এবং শপথ পড়ানো বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, আমাদের সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা আছে- একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একজন প্রধান বিচারপতির ‘অনুরূপ’ দায়িত্ব পালন করতে পারবেন। ‘অনুরূপ’ বলতে একজন প্রধান বিচারপতি যা করতে পারতেন, তাই তিনি করতে পারবেন।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হাবিবুর রহমান বিচারপতি নিয়োগও দিয়েছেন, শপথও পড়িয়েছেন।
সম্প্রতি প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও শপথবাক্য পাঠা করানো বিষয়ে কি সিদ্ধান্ত আসবে তা নিয়ে আলোচনা চলছিল। এসবের মধ্যেই আজ আইনমন্ত্রী এ মন্তব্য করলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন