শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ডেপুটি রেজিস্ট্রারসহ তিনজনকে নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ৭:২৫ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ২৩ নভেম্বর, ২০১৭

সুপ্রিম কোট হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার এবং আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করেছে আইন মন্ত্রনালয়। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার ইচ্ছা অনুযায়ী প্রেষণে এ নিয়োগ দেয়া হয়।
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসাবে (যুগ্ম জেলা জজ) নিয়োগ পেয়েছেন ফরিদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুস সালাম। সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন নীলফামারীর সিনিয়র সহকারী জজ মো. মিজানুর রহমান। আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলের একান্তক সচিব (সিনিয়র সহকারী জজ) হয়েছেন মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জীবরুল হাসান।
প্রসঙ্গত, পদত্যাগ করা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল হয়। রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলার বদলি করা হয়। এরপর অন্য জেলার কর্মকর্তাকে উচ্চ আদালতে ওই সব পদে প্রেষণে নিয়োগ দেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন