সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রসিক নির্বাচনে একটি কেন্দ্রে ডিভিএম দিয়ে ভোট হবে ইসি রফিকুল

রংপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যেকোন একটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নয় ডিজিটাল ভোটিং মেশিন-ডিভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে রংপুরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন। রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে রংপুর সিটি করপোরেশনে নির্বাচনে নিযুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, নির্বাচন অফিসার আবু সাঈম, কামরুল ইসলাম, সুমি আরা পারভীন, রেজাউল ইসলাম, সামসুল আযম, মাহবুবুর রহমান প্রমুখ।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে যা যা করা প্রয়োজন সেটা আমরা করবো। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই বিধান অনুযায়ী সব কিছু করবো আমরা। পরে তিনি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন। আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী মনোয়নপত্র যাছাই বাছাই ২৫ থেকে ২৬ নভেম্বর, আপিল দায়ের ২৭ থেকে ২৯ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৩ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ ডিসেম্বর। নির্বাচনে মোট ১শ’ ৯৬ টি ভোট কেন্দ্রের ১ হাজার ১শ’ ৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার এখানে ৩ লাখ ৮৮ হাজার ৪শ’ ২১ ভোটারের মধ্যে রয়েছেন পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬শ’ ৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭শ’ ৬২ জন। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথম রংপুর সিটি করপোরেশনে ভোট হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন