ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে ফুটপাত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৪০ বছর হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোত্তালেব গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
তা ছাড়া ঘটনাস্থলের আশপাশের লোকজন ওই ব্যক্তিকে চিনতে পারেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন