সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ, মুসলিম জাগরণের পথিকৃত মোহন মিয়ার ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, মুসলিম জাগরণের পথিকৃত ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী গতকাল রোববার বিকালে দোয়াও মিলাদ মাহফিল পালিত হয়েছে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়। মিলাদ মাহফিলে ফরিদপুরের সবস্তরের রাজনিতীবিদ ও সাধারন জনগন অংশগ্রহন করেন। সাধারণ মানুষের কাতারে সারাজীবন রাজনীতি করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন মোহন মিয়া। নিজে জমিদার হয়েও জমিদারী প্রথা বিলুপ্তির আন্দোলন করেছিলেন তিনি। তৎকালে অনগ্রসর মুসলিম জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে একাধিক স্কুল, মাদরাসা, ছাত্রবাস, দাতব্য চিকিৎসালয় ও মেয়েদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা স্থাপন করে যান। কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষে বায়তুল আমান ভোকেশনাল প্রজেক্ট স্থাপন তাঁর এক অনবদ্য কীর্তি। মোহন মিয়ার জৈষ্ঠ পুত্র চৌধুরী কামাল ইবনে ইউসুফ একজন সাবেক মন্ত্রী ও বিএনপির একজন ভাইস চেয়ারম্যান। এই মহান ব্যক্তিত্বের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শহরে ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মসজিদে মিলাদ মাহফিল, কোরআনখানী ও দোয়া অনুষ্ঠান, ফরিদপুর মুসলিম মিশনে বাদ ফজর কুরআন-এ পাক ও কলেমা শরীফের খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন