কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : রাজনৈতিক প্রতিহিংসার জেরে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভ‚রঘাটা বাজারে আওয়ামী লীগ কর্মী সুমন খন্দকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগে দায়ের করা মামলায় মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সহ বিএনপির ১০ নেতাকর্মীর জামিন আদেশ বহাল রেখেছে আদালত। গতকাল রোববার সকালে মাদারীপুরের কালকিনি সংশ্লিষ্ট নিম্ন আদালতে মামলার শুনানিতে জামিন আদেশ বহাল রাখা হয়। এসময় আদালতে স্ব-শরিরে উপস্থিত ছিলেন মামলার অন্যান্য আসামি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আঃ হাই, সাধারণ সম্পাদক সিকদার মুহাম্মদ মামুন, সহ-সভাপতি সুমন কাজী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার, শামীম মোল্লা, পৌর ছাত্রদল নেতা হাসান হাওলাদার, কিবরিয়া তালুকদার ও চুন্নু মজুমদার। আদালতে আসামিদের আইনজীবী ছিলেন কালকিনি পৌর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। তবে এসময় আদালত চত্ত¡রে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা, সদর উপজেলা ও কালকিনি উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ। উল্লেখ্য, চলতি বছরের ৩ সেপ্টেম্বর কালকিনি থানায় উক্ত মামলা দায়ের করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন