পিলখানা হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর মতিঝিলে কৃষি ভবনে সীমান্ত ব্যাংকের ষষ্ঠ শাখার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত। এই ঘটনার বিচারও প্রচলিত আইনে হয়েছে। আমি মনে করি বিচারবিভাগ স্বাধীন। এজন্য এর বিচার সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
তিনি বলেন, আদালতের পর্যবেক্ষণে যে সাতটি সুপারিশ দেওয়া হয়েছিল সেগুলোর বিষয়েও কাজ করছি। যথাযথভাবে তা সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন