সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আখাউড়া স্থল বন্দর দিয়ে ২৭ টন ভোজ্য তেল ভারতে গেছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ৬:৩৩ পিএম

বাংলাদেশের ভেতর দিয়ে ভারত নিজ দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ভোজ্য তেল নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আখাউড়া স্থল বন্দর দিয়ে দুটি ট্রাকে প্রায় ২৭ টন তেল ভারতের আগরতলায় পৌঁছে। এর আগে পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে আসা এসব তেল সড়ক পথে আশুগঞ্জ থেকে বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছে। ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় এসব তেল নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এম ভি শান্তিপুর নামের একটি জাহাজ গত ২৬ নভেম্বর ২২০.৫৬ মেট্রিক টন তেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে নোঙর করে। জাহাজটি গত ১২ নভেম্বর হলদিয়া বন্দর থেকে আশুগঞ্জের উদ্দেশে রওনা হয়। ভারতের ইমামী অ্যাগ্রোটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এ তেল পরিবহন করছে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও তেল পরিবহনের দায়িত্বে থাকা মো. আক্তার হোসেন জানান, দুটি ট্রাকে সাড়ে ২৭ টন তেল ভারতের ত্রিপুরা গেছে। বাকী তেল শনিবার থেকে পাঠানো হবে। টনপ্রতি ১৮০ টাকা টেক্স পেয়েছে বাংলাদেশ সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন