বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

যুক্তরাজ্যের রাস্তায় চালকহীন লরি

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

যুক্তরাজ্যে চালকহীন লরি ও কারের পরীক্ষামূলক চলাচল শুরু হবে শিগগির। চলতি বাজেটে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, তারা একসঙ্গে এক প্লাটুন লরি রাস্তায় নামানোর পরিকল্পনা করছে। এরমধ্যে শুধু প্রথম লরিতে একজন চালক থাকবে। পরের গুলো চলবে চালক ছাড়াই। ষড়ৎৎ দেশটির সরকার জানিয়েছে, ২০১৭ সালে যুক্তরাজ্যের রাস্তায় চালকহীন কার চালানোর পরিকল্পনাও রয়েছে তাদের। বুধবার প্রকাশিত দেশটির বাজেটে বলা হয়েছে, স্বয়ংক্রিয় যানবাহনের প্রতি সরকার অধিক গুরুত্ব দিয়েছে। এটি করা হচ্ছে বৈশ্বিক প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখেই। চালকহীন গাড়ির প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ায় গুগল ও ফোর্ডের চালকহীন কার চলছে কয়েক মাস ধরে। সম্প্রতি গুগলের একটি চালকহীন কার দুর্ঘটনারও শিকার হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ধাক্কা দেয় একটি কার। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে যুক্তরাষ্ট্রের রাস্তায় চালকহীন কার চললেও সেসবের ধীর গতি দুর্ভোগে ফেলছে অনেককেই। কারগুলোর নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে নিরাপত্তার জন্য অল্প গতি ব্যবহার করা হচ্ছে। গুগলের কার রাস্তায় প্রতি ঘণ্টায় সর্বোচ্চ তিন কিলোমিটার বেগে চলে। ষ আইটি ডেস্ক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন