মঙ্গলবার ০৮ অক্টােবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ০৪ রবিউস সানী ১৪৪৬ হজিরী

আইটি এন্ড টেলিকম

গুগল ‘বার্ডের’ ভুল উত্তর, ১০০ বিলিয়ন ডলার হারাল অ্যালফাবেট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৬ পিএম

যা জিজ্ঞেস করা হচ্ছে তারই উত্তর দিচ্ছে ওপেনএআই চ্যাটবট চ্যাটজিপিটি। এ নিয়ে চারদিকে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। চ্যাটজিটিপির এমন সাফল্য দেখে ‘বার্ড’ নামের একটি চ্যাটবট যুক্ত করতে কাজ করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

তবে এই সেবা চালু করার আগেই বড় ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের চ্যাটবট ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। আর এই এক ভুলে ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত সোমবার এটি টুইটারে প্রকাশ করা হয়। বিজ্ঞাপনে দেখা যায়, বার্ডকে বলা হচ্ছে, নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। যেগুলো ৯ বছরের এক বালককে বলা যাবে।

এই প্রশ্নের জবাবে বার্ড উত্তর দেয়, জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছুবি তুলেছে। অথচ ২০০৪ সালেই ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।

ছোট এ ভুলটি চোখ এড়ায়নি জ্যেতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন।

এ বিজ্ঞাপনের পরেই গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর ৭ শতাংশ কমে যায়। এতে করে কোম্পানিটির ব্র্যান্ড ভেল্যু ১০০ বিলিয়ন ডলার কমে গেছে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফেলো ক্রিস হ্যারিসন মজা করে টুইট করেছেন, ‘শেয়ারের আগে আপনারা কেন এ তথ্যের সত্যতা যাচাই করেননি?’

এদিকে গুগল যখন ‘বার্ড’ সেবা আনার ঘোষণা দেয় তখন এ বিষয়টি নিয়ে কোম্পানিটির বিনিয়োগকারীরা বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন।

মাইক্রোসফট যখন চ্যাটজিটিপি সেবা নিয়ে আসে তখন থেকেই বেশ চাপে আছে গুগল। ওই চ্যাটজিটিপি ব্যবহার করে স্কুলের পাঠদান, গান লেখাসহ প্রায় সবই করা সম্ভব হচ্ছে। সূত্র: বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন