শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষে কাতার, বাংলাদেশের অবস্থান ১১৯ তম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১০:৫৬ এএম

পৃথিবীতে মোবাইল ইন্টারনেটের গতিতে শীর্ষে আছে কাতার। দেশটিতে গড় ইন্টারনেটের গতি ১৭৬.১৮ এমবিপিএস। বাংলাদেশের অবস্থান ১১৯ তম। দেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ১৩.৯৫ এমবিপিএস। যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেড়েছে।

ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এই তথ্য জানা গেছে। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত গত একবছরের ফলাফল সম্প্রতি ওকলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওকলা গ্লোবাল ইনডেক্সের তথ্য অনুযায়ী, কাতারের পরেই দ্বিতীয় অবস্থানে আছে ইউনাইটেড আরব আমিরাত। দেশটিতে গড় মোবাইল ইন্টারনেটের গতি ১৩৯.৪১ এমবিপিএস। তৃতীয় অবস্থানে আছে নরওয়ে। তাদের ইন্টারনেটের গতি ১৩১.৫৪ এমবিপিএস।

চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে গড় ইন্টারনেটের গতি ১১৮.৭৬ এমবিপিএস। ডেনমার্ক রয়েছে পঞ্চম স্থানে। তাদের মোবাইল ইন্টারনেটের গড় গতি ১১৩.৪৪ এমবিপিএস।

অনদিকে ফিক্সড ব্রডব্যান্ডে শীর্ষে রয়েছে চিলি। দেশটিতে গড় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ২১৬.৪৬ এমবিপিএস। দ্বিতীয় অবস্থানে আছে চীন। যেখানে ২১৪.৫৮ এমবিপিএস গতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট উপভোগ করা যায়। সিঙ্গাপুর রয়েছে তৃতীয় অবস্থানে। দেশটির গড় ইন্টারনেটের গতি ২১৪.২৩ এমবিপিএস।

ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ১০২ নম্বর অবস্থানে। এখানে ইন্টারনেটের গতি মিলছে ৩৪.৮৫ এমবিপিএস। যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেড়েছে।

ওকলা মোবাইল ইন্টারনেটে ১৪২ টি দেশ এবং ফিক্সড ব্রডব্যান্ডে ১৮০টি দেশের তথ্য প্রকাশ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন