শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইন্টারনেট তারকা ভিয়া’কে ২১ কোটি ডলার জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম


ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগে চীনে সরাসরি স¤প্রচারে আসা শীর্ষ তারকা হুয়াং ওয়েই’কে ২১ কোটি ডলার বা ১৩৪ কোটি ইয়েন জারিমানা করা হয়েছে। হুয়াং ওয়েই চীনসহ বিশ্বের কাছে ভিয়া নামেই বেশি পরিচিত। ইন্টারনেট সেলিব্রেটি ভিয়া’র বিশ্বজুড়ে আছে প্রায় দুই কোটি অনুসারী বা ফলোয়ার। তিনি নিজের প্লাটফরর্ম ব্যবহার করে বিভিন্ন রকম পণ্যের বিক্রি অনুমোদন করে থাকেন। কিন্তু ২০১৯ সাল থেকে ২০২০ সালের মধ্যে ব্যক্তিগত আয় এবং অন্য আর্থিক অপরাধ লুকানোর জন্য তাকে অভিযুক্ত করেছে হ্যাংঝৌ কর্তৃপক্ষ। জরিমানা করার পর চীনের জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ওয়েইবোতে দেয়া এক পোস্টে তিনি ‘গভীরভাবে ক্ষমা’ চেয়েছেন। তিনি লিখেছেন, আয়কর কর্তৃপক্ষ আমাকে যে শাস্তি দিয়েছে তা পূর্ণাঙ্গভাবে মেনে নিচ্ছি। ৩৬ বছর বয়সী ভিয়া চীনে ইন্টারনেট জগতে ব্যাপক জনপ্রিয় তারকা। স¤প্রতি অনলাইনে কেনাকাটা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে তার অনুসারীর সংখ্যা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। তা থেকে তার আয়ও বাড়ছে। এ জন্য তিনি চীনে ‘লাইভ-স্ট্রিমিং কুইন’ নামেও পরিচিতি পেয়েছেন। অনলাইন কেনাকানাটার প্লাটফর্ম তাউবাউ’তে তিনি নুডলস থেকে শুরু করে বাণিজ্যিক রকেট চালু পর্যন্ত সবকিছুর লাইভ ভিডিও পোস্ট করেন। এর ফলে এসব পণ্যের বিক্রি বেড়ে গেছে হু হু করে। নিজের এত বিশাল প্লাটফরমের কারণে এ বছর বিশ্বে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম উঠে এসেছে বিখ্যাত টাইম ম্যাগাজিনে। ওয়েইবো একাউন্টে ভিয়া’র অনুসারীর সংখ্যা এক কোটি ৮০ লাখ। কিন্তু সেই একাউন্টটি এখন আর দেখা যাচ্ছে না। মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে, ই-বে’র মতো প্রতিষ্ঠান তাউবাউ শপিং প্লাটফরমে তার একাউন্ট স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় মুখপত্র দ্য গেøাবাল টাইমস বলেছে, তাকে এই শাস্তি দেয়ার মধ্য দিয়ে অন্যদের সতর্ক করা হয়েছে। গত মাস থেকেই ইন্টারনেটে এই শিল্পে সংস্কার করছে চীন এমন খবর ছড়িয়ে পড়ে। বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন