রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফিরে দেখা বিজয়ের মাস

হোসেন মাহমুদ : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বছর ঘুরে আবার এসেছে বিজয়ের ডিসেম্বর মাস। আমাদের জাতীয় জীবনে ডিসেম্বর সোনালী অক্ষরে লেখা একটি গৌরবের মাস। এ মাসের ১৬ তারিখ আমাদের বিজয় দিবস। আমাদের পরম গর্ব ও গৌরবের দিন। এক নদী রক্ত পেরিয়ে এ মাসে বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য। এ মাসেই বাঙালির নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে। চব্বিশ বছরের শাসন-শোষণের নাগপাশ থেকে মুক্তিলাভ করে দেশের মানুষ। তিরিশ লাখ শহীদের প্রাণদান, দু’লক্ষাধিক মা-বোনের সম্ভ্রামহানী, অবর্ণনীয় ত্যাগ-তিতিক্ষার পথ পেরিয়ে বাংলাদেশের মানুষ অর্জন করে বহুকাক্সিক্ষত স্বাধীনতা। স্বাধীনতার এ পথ পরিক্রমায় এদেশের মানুষ বীরের জাতি অভিধায় অভিসিক্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন