বগুড়া ব্যুরো : স্থানীয় একজন বিএনপি নেতা ‘আওয়ামী লীগের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেছে’ এমন অজুহাতে আওয়ামী লীগের একদল কর্মী ভাংচুর করেছে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়। গত বৃহষ্পতিবার রাতে এই ভাংচুরের ঘটনায় টিনের বেড়া দিয়ে তৈরী কার্যালয়টি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় । বিএনপি নেতারা বলেছেন, আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী মুক্তিযোদ্ধা মোহাম্মদ শোকরানার পক্ষে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা গণসংযোগ করলে তাতে ব্যাপক জনসম্পৃক্ততা লক্ষ্য করে উদ্বিগ্ন ও উত্তেজিত হয়ে উঠে স্থানীয় আওয়ামী লীগের কর্মী। কথা প্রসঙ্গে তারা বিএনপি নেতাদের কটাক্ষ করে বিভিন্ন কথা বললে দু’পক্ষের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গত বৃহষ্পতিবার রাতে বিএনপি কার্যালয়ে প্রবেশ করে একদল আওয়ামী লীগের কর্মী ব্যাপক ভাংচুর করে। এই হামলা ও ভাঙচুরে টিনের বেড়া দিয়ে তৈরী বিএনপি কার্যালয় পুরোপুরি বিধ্বস্ত হয়। হামলার সময় কার্যালয়ে টাঙ্গানো শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান ও সম্ভাব্য বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শোকরানার ছবিরও ব্যাপক অবমাননা করা হয় বলে অভিযোগ করে বিএনপি। আওয়ামী লীগের স্থানীয় নেতারা অবশ্য হামলার বিষয়ে বলেন, সরকার ও আওয়ামী লীগ সম্পর্কে উল্টাপাল্টা বলায় ক্ষিপ্ত দলের সমর্থকরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।সারিয়াকান্দি থানার ওসিও ঘটনার কথা অবগত হয়েছেন, তবে এব্যাপারে বিএনপির কেউ থানায় হামলা ও ভাংচুরের ঘটনা জানায়নি ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন