লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকা থেকে সোমবার সকালে জাহাঙ্গীর(৪০) নামের এক যুবককে গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এ সময় ২টি একনলা ও ১টি দোনলা বন্দুক এবং ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর (৪০) একই এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বালাইশপুর গ্রামে অভিযান চালিয়ে প্রথমে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি মোস্তাক বাগান থেকে বস্তা ভর্তি অবস্থায় ৩টি বন্দুক, ১২ রাউন্ড রাইফেলের গুলি ও ৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন