ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিবাদ ও নিন্দা অব্যহত রয়েছে। গতকাল সোমবার দুপুরে জিয়া পরিষদ ও জাসাসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারী পরোয়ানার প্রতিবাদে এক নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জিয়া পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জাসাসের সভাপতি জিল্লুর রহমান জাহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন