সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত মেম্বার প্রার্থী মো. রোকন উদ্দিন প্রকাশ রোকন মেম্বারকে আটক করেছে র্যাব।রোকন স্থানীয় যুবদল নেতা বলে জানা গেছে।সোমবার রাত পৌনে ২টার দিকে রোকনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লাহ জানান, রোকনের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। রাতে সীতাকুণ্ডের ছলিমপুর এলাকায় রোকনকে আটক করার সময় তার সহযোগী সন্ত্রাসীরা র্যাবের ওপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রোকন উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন