কক্সবাজার অফিস : ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়নের ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৭ জন।আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৭ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১২টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠাপানিছড়া কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মেম্বার প্রার্থী আবুল হোসেন রাজু ও ওমর হাকিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়েছে ৭জন।
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ বলেন, কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন