সিলেট অফিস : ডাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বিকাল সিলেটে রেজিষ্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি সর্বস্থরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগি সংসঠনের নেতাকর্মীদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন