কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটির সভাপতি পদে এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মোজাদ্দেদ আলী বাবু নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু আশফাক। গতকাল(মঙ্গলবার) বিকেল ৫টায় জিনজিরাস্থ থানা বিএনপির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও থানা বিএনপির বিদয়ী সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, বর্তমান সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা এ্যাড, আবু সেলিম চৌধুরী, জয়নাল আবেদীন বাবুল ও জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেওয়াজ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন