শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বুদ্ধিজীবী হত্যায় দণ্ডিতদের দেশে ফেরানোর কাজ চলছে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৭, ১২:২৫ পিএম

বুদ্ধিজীবী হত্যায় বিদেশে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্তদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরানোর জন্য কাজ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আজ বৃহস্পতিবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় দলের পক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের
‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগ দিতে গত সোমবার প্যারিসে যান শেখ হাসিনা। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বিকালে দেশে ফিরবেন তিনি।
বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতাবিরোধীদের নির্মূলে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকের বিচার হয়েছে, অনেকে পালিয়ে আছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয় সুনিশ্চিত হয়ে উঠলে পাকিস্তানি ঘাতক বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতিক্ষেত্রের অগ্রগণ্য মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে প্রতি বছরের মতো এবারও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন