নিখোঁজ হওয়ার একদিন পর রকিবউল্লাহ রিমন নামের এক মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার শুক্রাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস।
রকিবউল্লাহ রিমন নামের ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে শনিবার ঢাকার নিউ মার্কেট থানায় একটি জিডি করেছিল তার পরিবার।
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, গত ১৬ ডিসেম্বর রিমন উত্তরার বাসা থেকে দুই সন্তানকে নিয়ে সায়েন্স ল্যাবরেটরি রোডে তার শ্বশুরবাড়িতে আসেন।
সেখানে বাচ্চাদের দিয়ে তিনি ধানমণ্ডি থেকে ঘুরে আসার কথা বলে বেরিয়ে যান। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রোববার রাতে শুক্রাবাদে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে দুই বন্ধু ওই নিহত ব্যক্তিকে রিমন হিসেবে শনাক্ত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন