সোনাগাজী উপজেলা সংবাদদাতা : ফেনীর সোনাগাজীতে স্থানীয় এমপি হাজী রহিম উল্যাহর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুবর্ৃৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে তার গ্রামের বাড়িতে পর পর ৪টি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। গভীর রাতে নিক্ষিপ্ত বোমার মধ্যে ৩টি বিস্ফোরিত হলেও একটি অবিস্ফোরিত অবস্থায় শুক্রবার সকালেও পড়ে থাকতে দেখা যায়। বোমার আঘাতে বাসভবন ক্ষতিগ্রস্ত না হলেও মূল ফটক সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, বোমার বিকট বিস্ফোরণে গভীর রাতে সমগ্র এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। খবর পেয়ে শুক্রবার সকালে সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে অবিস্ফোরিত বোমাসহ আলামত সংগ্রহ করে। বোমা হামলার সময় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনের এমপি রহিম উল্যাহ বাড়িতে ছিলেন না। ঢাকায় তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাড়িতে বোমা হামলার জন্য নিজাম হাজারী সমর্থিত রুহুল আমিন ও তার সহযোগীদের দায়ী করেন। তিনি আরো বলেন, সোনাগাজী প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করে সরকারের ভাব-মর্যাদা নষ্ট করতে তারা একের পর এক অপ্রিতিকর ঘটনা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, আগের দিন তার বাসায় বোমা হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রহিম উল্যাহ উ্েদ্দশ্যভাবে বোমা হামলার নাটক সাজিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন