ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের নলেরটের গ্রামের জাকেরের খালে মারাত্বক ঝুঁকিপূর্ণ সেতুদিয়ে প্রতিদিন ছোট -বড় ও ভারী গাড়ী চলাচল করছে। ফলে যে কোন সময় সেতুটিতে বড় ধরনের দুঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ দিন ধরে সেতুটির দু’পাশের রেলিং ভেঙ্গে গেছে, নীচ থেকে প্লাস্টার, পিলারের অর্ধেক অংশের প্লাস্টার ধ্বসে পড়েছে। যার ফেলে গাড়ি চলাচলের সময় সেতুটি কেঁপে-কেঁপে ওঠছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নের গত ১৯৮৫ সালে গ্রামীন অবকাঠাকো উন্নয়ন প্রকল্পের আওতাধীন সদরপুর -চরভদ্রাসন ভায়া কৃষ্ণপুর সড়কে সেতুটি নির্মাণ করা হয়। কিছু দিন পূর্বে সড়কটিতে কার্পেটিং করা হলে জনগুরুত্বপূর্ণ সড়ক হিসেবে শত-শত যানবাহন চলাচল করছে। বর্তমানে অর্ধেক বির্ধস্থ উক্ত সরু সেতুটি ভেঙ্গে প্রশস্ত সেতু নির্মাসের জন্য উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মো. শামসুল হুদা খানসহ স্থানীয় জনগন সংশ্লিষ্ট্র কর্তৃপক্ষে নিকট জোর দাবি জানিয়েছে। উল্লেখ্য গত বছর বর্ষা মৌসুমে সেতুটি থেকে নীচে পড়ে এক ব্যক্তি নিহত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন