শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বের বাসায় ফিরেছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১০:২২ এএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষক মোবাশ্বের হাসান সিজার গত রাতে বাসায় ফিরেছেন। রাত ১টায় তিনি বাসায় ফেরেন। বৃহস্পতিবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী এ অধ্যাপক বাসায় ফিরেছেন বলে তার বোন তামান্না তাসমিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিশ্চিত করেছেন।
গত ৭ নভেম্বর মঙ্গলবার বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোবাশ্বার হাসান সিজারকে। ৭ নভেম্বর রাতে রাজধানীর খিলগাঁও থানায় এ সংক্রান্ত এক সাধারণ ডায়েরি (জিডি) করেন সিজারের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন। ৭ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার সরকারের এটুআই প্রকল্পের একটি সভায় অংশ নিতে আগারগাঁওয়ের আইডিবি ভবনে যান। সেখান থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন