ভোলা জেলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যানের কর্মীরা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মোটর সাইকেল ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহিন আলম জানান, বুধবার সকাল থেকে তিনি চেয়ারম্যান বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সুফিয়া স্টোরে বাণিজ্যিক কাজে ব্যস্ত ছিলেন।সকাল সাড়ে ৯টায় বিজয়ী চেয়ারম্যান সেলিম হাওলাদারের সমর্থক আ.লীগ কর্মীরা শাহিন আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়ে তেলের ড্রাম কুপিয়ে তেল ফেলে দেয়।এসময় তারা নগদ অর্থ লুট করে বলেও শাহিন আলম জানান। বিষয়টি তিনি শশিভূষণ থানার ওসি আবুল বাশারকে জানিয়েছেন বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন