রাজধানীর ভাটারায় অবস্থিত পাইওনিয়ার ডেন্টাল কলেজ ঘেরাও করেছে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির নেপালি ছাত্রী বিনিশা শাহ’র আত্মহত্যার ঘটনাকে রহস্যজনক দাবি করে এই কর্মসূচি পালন করছে তারা।
আজ শনিবার সকালে নেপালি শিক্ষার্থীরা কলেজ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। এরপর থেকে কলেজটির সামনে অবস্থান নিয়েছে তারা।
এর আগে বৃহস্পতিবার বিনিশা শাহ'র আত্মহত্যাকে ‘রহস্যজনক’ দাবি করে আন্দোলন করেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ১০ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে হল থেকে বেরিয়ে হোস্টেলে গিয়ে আত্মহত্যা করেন কলেজটির নেপালি শিক্ষার্থী বিনিশা শাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন