স্টাফ রিপোর্টার : দাওয়াতুন্নী সা. মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর মঙ্গল ও বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে ২ দিনব্যাপী ৫ম তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরআন হাদীস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন এবং আখেরী মুনাজাত করবেন মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বিশেষ মেহমান থাকবেন ভারতের দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা নাসির উদ্দিন নকসবন্দি। প্রথমদিন তাফসীর করবেন মুফতী সৈয়দ ফয়জুল করীম, শায়খ জাকারিয়া ইসলামী রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা মুফতী মিজানুর রহমান সাঈদ ও অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীসহ উলামায়ে কেরাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন