অর্থনৈতিক রিপোর্টার : চট্টগ্রামের চন্দনাইশ-এ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৭৪তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উক্ত শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরীসহ ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাগন এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘উৎকর্ষ ব্যাংকিং সেবার পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত নানা কর্মকান্ডেও নিয়োজিত রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ভবিষ্যতে ব্যাংকের সেবার খাতকে আরো প্রসারিত করতে সকলের সহযোগীতা আমাদের কাম্য।’ উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন