শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই, দুইজন আটক

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১১:০৭ এএম

পাবনা সাঁথিয়ায় গতকাল রোববার রাতে রনি (১৩) নামের এক চালককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় ছিনতাইকারী ২ সহোদর ভাইকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত রনির বাড়ি উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামে ও সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানান, ষষ্ঠ শ্রেণির ছাত্র দরিদ্র রনি ছুটির দিনে অবসরে অটোভ্যান চালাত। গত রোববার অটোভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে এবং থানা পুলিশকে অবহিত করে।

খুঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় সাঁথিয়ার অর্জুন নামের এক মেকার ওই দিন অটোভ্যান কেনার সময় বিক্রেতার ছবি মোবাইলে ধারণ করে রাখেন। বিষয়টি থানা পুলিশকে জানালে সেই ছবি দেখে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা অভিযান চালিয়ে আতাইকুলা থানার তৈলকপি গ্রামের আসাদুল (৩৫) ও আশরাফুলকে (৩০) আটক করে। আটকৃতরা ভাড়ার কথা বলে রনিকে হত্যা করেছে মর্মে স্বীকারোক্তিতে সাঁথিয়া থানার দরিজগনাথপুর শ্বশানঘাটের জঙ্গল থেকে আজ সোমবার সকালে রনির লাশ উদ্ধার করে পুলিশ।
ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু ইউনুস জানান, তার প্রতিবেশী রনির বাবা দরিদ্র হওয়ায় সে স্কুলে লেখাপড়ার পাশাপাশি ছুটির দিনে ভ্যান চালিয়ে সংসার চালাত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন