মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২০। আমার মুখের ত্বকে অনেক দাগ পড়েছে। আমার মুখের ত্বক অমসৃন হয়ে গেছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়েছে। অনেক ওষুধ ব্যবহার করেছি। কাজ হয়নি। আমি আপনার মাধ্যমে দ্রæত সেরে উঠতে চাই।

Ñরুবি। কলাবাগান। ঢাকা।
উত্তর : আপনার চিন্তার দিন শেষ হয়েছে। এখন অত্যাধুনিক মেসোথেরাপী হাতের নাগালে। কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই মাত্র ১ সেসন চিকিৎসায়ই আপনার মুখের ত্বকের কমনীয়তা ফিরিয়ে আনতে সক্ষম।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩৯। প্রায় দু’বৎসর যাবত আমি সহবাসে অক্ষম। আমার লিঙ্গের উত্থান হচ্ছে না। এতে আমি বেশ লজ্জিত। তাই দ্রæত আমি সেরে উঠতে চাই।
আজিমুদ্দীন। কামরাঙ্গীরচর। ঢাকা।
উত্তর : আপনি সম্ভবত পুরুষত্বহীনতায় ভুগছেন। এ জন্য ভাবনা কেন? আপনার রক্তে সেক্স-হরমোন এনালাইসিস করে চিকিৎসা নিলে সমস্যাটি নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৮। ইতোমধ্যে আমার মাথায় টাক পড়েছে। আমার মাথায় চুল গজানো সম্ভব?
Ñরবিন। মীরপুর। ঢাকা।
উত্তর : “টাক্ মাথায় চুল গজায়”। বর্তমানে এটি বাস্তব সত্য। কারণ ‘পিআরপি’ থেরাপি এবং কসমেটিক স্টেম-সেল থেরাপি কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই টাক মাথায় চুল গজাতে সক্ষম।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৫১। আমার পায়ের দুই আঙ্গুলের ফাঁকে ঘা হয়েছে। ডাক্তার চিকিৎসা করেছেন। কিন্তু ভালো হয়নি। আমি সঠিক চিকিৎসা চাই।
Ñসালমা বেগম। কুষ্টিয়া।
উত্তর : আপনার পায়ের রোগটির নাম “ইন্টারট্রাইগো”। সঠিক চিকিৎসার মাধ্যমে অতি অল্প সময়ে আপনার রোগটি নির্মূল করা সম্ভব।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট,
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৭৮৫৯২০৭১

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Munshi ২৯ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৯ এএম says : 0
জনাব, সাস্থ্য বিভাগে প্রশ্ন পাঠাতে হয় কিভাবে জানাবেন ধন্যবাদ
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন