শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিশ্ব যক্ষ্মা দিবস আজ বেড়েছে রোগী শনাক্তের হার

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে যক্ষ্মা রোগী শনাক্তের হার বাড়ছে। ২০১৫ সালে দুই লাখ ৬ হাজার ৯১৯ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। ২০১৪ সালে শনাক্ত হয় এক লাখ ৯১ হাজার ১৫৫ জন। দেশের অনান্য বিভাগের তুলনায় ঢাকা বিভাগ এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে যক্ষ্মায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। দ্রুত নগরায়ন, ঘনবসতি, শিল্পাঞ্চল, বিপুল মানুষের চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব যক্ষ্মা দিবসের প্রাক্কালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিপি) ও বেসরকারি সংস্থা ব্র্যাক যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন