শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মান্নার মুক্তি দাবি বিশিষ্ট নাগরিকদের

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট নাগরিকরা কারাবন্দী অসুস্থ মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসাসহ অবিলম্বে তার মুক্তির দাবি করেছেন। গতকাল বুধবার নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা চাকসু’র জিএস, ডাকসু’র দু’বারের ভিপি, মান্না একজন দেশপ্রেমিক সুপরিচিত রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও কলাম লেখক। এক বছরের অধিক সময় মান্না কারাগারে বিনাবিচারে বন্দী জীবন অতিবাহিত করছেন। তাকে ডিভিশন দেওয়া হয়নি, জামিনও দেওয়া হচ্ছে না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুবিচার পাওয়ার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিবৃতি দিয়েছেন; নাগরিক ঐক্যের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক সদস্য এস এম আকরাম, সাবেক সংসদ সদস্য ও কলাম লেখক গোলাম মওলা রনি, সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন