বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা নন-এমপিও শিক্ষকদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১:৫৬ পিএম

এমপিওভুক্তির দাবিতে পাঁচদিন ধরে জাতীয় প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। দাবি আদায়ে এবার আমরণ অনশন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার সকালে অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশনের এ ঘোষণা দেয়া হয়।
আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, পাঁচদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেও তারা দাবি আদায়ের কোনো আশ্বাস পাচ্ছেন না। এ অবস্থায় তারা রোববার থেকে আমরণ অনশন করবেন।
গত মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়।
এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নিয়েছেন।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা জানান, সরকারের হিসাবমতে বর্তমানে দেশে পাঁচ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫-২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষাদানের পেশায় নিয়োজিত আছেন।
সেখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা এক লাখেরও বেশি এবং ২৫ লাখেরও বেশি শিক্ষার্থীকে তারা পাঠদান করে আসছেন বলে জানান শিক্ষক নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Mahfuz Rahman ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৭ পিএম says : 0
Mpo dete hobe ...amio chi
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন