মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা : মহেশপুরের মথুরা, গোকুলনগর, করিঞ্চা ও কুশাডাঙ্গা বীজ বর্ধন খামারের ২৭২ একর জমির ব্লাস্ট আক্রান্ত গম ক্ষেতেই পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। কোন রকম বাধা ছাড়াই গম ক্ষেতগুলো যাতে পুড়িয়ে ফেলা যায়, সে জন্য দত্তনগর বীজ উৎপাদন খামার বিভাগের কর্তৃপক্ষ ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট একজন ম্যাজিস্ট্রেট ও ফার্মের ১৮টি স্পটের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সুপারের নিকট ৭০ জন পুলিশ চেয়েছেন। বিএডিসি’র দত্তনগর বীজ উৎপাদন খামার বিভাগের যুগ্ম পরিচালক জামিলুর রহমান জানান, কৃষি মন্ত্রণালয়, বিএডিসি ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নির্দেশক্রমে মথুরা, গোকুলনগর, করিঞ্চা ও কুশাডাঙ্গা বীজ বর্ধন ১৪টি স্পটে খামারের ২৭২ একর জমির ব্লাস্ট আক্রান্ত গম ক্ষেতেই পুড়িয়ে ফেলার প্রস্তুতি নেয়া হয়েছে।
এ জন্য মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুর রহমানের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া এ কার্যক্রমের সাথে কৃষি বিভাগ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগ সম্পৃক্ত থাকবে বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন